Kidney Dialysis Center in Chattogram

Kidney Dialysis Center in Chattogram

Chattogram Kidney Center
Address: 645 Zakir Hossain Rd, Chattogram


Al-Arafah Islami Bank Foundation Kidney Dialysis Center
Address: Kobi Kazi Nazrul Islam Road, Chattogram, Bangladesh


Afzalia Estate Lions Kidney Dialysis Center 
Address: Lions Complex, 51 Zakir Hossain Road, East Nasirabad, Chattogram


Park View Hospital (Dialysis Unit)
Address: 94/103, Katalganj Road, Panchlaish, Chittagong
Phone: 02-334455071, 02-334451901-6


Sandor Dialysis Services BD Private Ltd.
Address: 57 K.B. Fazlul Kader Rd, Chattogram

Imperial Hospital Limited
Address: Zakir Hossian Road, Pahartali, Chattogram

Evercare Hospital Chattogram
Address: Plot No.: H1, Ananna Residential Area, CDA, Oxygen, Kuwaish Road, Chattogram
Appointment & Emergency
Hotline: 09612310663 (8:00 AM – 8:00 PM)



আসুন এবার আমরা জেনে নিই- কিডনি নিয়ে কিছু গুরুত্বপূর্ন তথ্য-


আমাদের অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে, ডায়ালাইসিস একবার করানো হলে রোগীকে আর বাঁচানো যায় না বা রোগী বাঁচে না অথচ নিয়মিত ডায়ালাইসিস করানোর ফলে রোগী সুস্থ থাকে। তবে যারা অনিয়মিত ডায়ালাইসিস করেন, তাদের বিভিন্ন রকমের শারীরিক জটিলতা বেড়ে যেতে পারে। যেমন- ক্ষুধামন্দা, রক্তস্বল্পতা, শ্বাসকষ্ট, শরীর ফুলে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে। তাই আসুন আমরা ডায়ালাইসিস সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

প্রশ্নঃ- রোগীর কখন ডায়লিসিস করার প্রয়োজন পড়ে ?
উত্তরঃ- রোগীর কিডনি দূর্বল হয়ে পড়ার পাশাপাশি রক্ত থেকে দূষিত পদার্থ এবং  ফ্লুইড বেরতে ব্যার্থ হয় । যখন কিডনি রোগীকে সুস্থ রাখতে অসমর্থ হয়ে থাকে তখন ডায়লিসিসের প্রয়োজন পড়ে । এই অবস্থা তখনই ঘটে যখন রোগীর কিডনি মাত্র 10 থেকে 15 % সক্রীয় থাকে । রোগীকে ঠিক কখন ডায়লিসিস করা উচিৎ তার পরামর্শ চিকিৎসকই দেন ।

 
প্রশ্নঃ- ডায়লিসিস কি ?
উত্তরঃ-দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এই প্রসিডিওর । ডায়লিসিসের কার্যাবলী নিচে দেওয়া হল-
দূষিত , নোনতা ও অতিরিক্ত পানি যা শরীরে জমা হয় তা শরীর থেকে বের করে আনে ।
রক্তে বেশ কিছু রসায়নের সমতা বজাই রাখে । যেমন পটাসিয়াম , সোডিয়াম , বাইকার্বোনেটের মাত্রা বজায় রাখতে সাহায্য করে । রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ।
 
প্রশ্নঃ- কিডনি ব্যার্থতার লক্ষণ কি কি ?
উত্তরঃ-খুব ধীরগোতীতে কিডনি সক্রীয়তা হারাতে থাকে । নিচে কিডনি ব্যার্থতার বেশ কয়েকটি লক্ষণ দেওয়া হল

ক্লান্তি
বার বার মূত্রত্যাগ করা , বিশেষত রাতের বেলায় ।
ত্বকে চুলকানি দেখা দিলে
নসিয়া বা বমি বমি ভাব হলে
খুব দ্রুত শ্বাস নেওয়া হলে
ওয়াটার রিটেনশন ( পায়ের গোড়ালি, হাত ও কুনুই আড়ষ্ঠতা )
ইউরিনের সময় রক্তপাত
ইউরিনের সঙ্গে প্রটিন নি:সরণ

 
প্রশ্নঃ- ডায়লিসিস কত প্রকার ?
উত্তরঃ-মোট দু ধরণের ডায়লিসিস হয়ে থাকে –

1- হেমোডায়লিসিস
2- পেরিটোনিয়াল ডায়লিসিস


প্রশ্নঃ- কী কারণে কিডনি অসুখ হয়?
উত্তরঃ- নিম্ন লিখিত কারন গুলোর কারনে কিডনি অসুক হতে পারে-
- ডায়াবেটিক রোগী, আক্রান্তদের অর্ধেকেরই কিছু না কিছু মাত্রায় কিডনি অসুখ হয়।
- উচ্চ রক্তচাপের রোগী,আক্রান্তদের এক-চতুর্থাংশ কিডনি রোগে আক্রান্ত হয়।
- গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ।
- ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ইতিহাস।
- সিসা দূষণের শিকার।
- পেট্রল পাম্পের শ্রমিক বা তেল নিয়ে কাজ করতে হয় এমন মানুষ।
- লুপাসের মতো অটো ইমিউন অসুখে আক্রান্ত হলে।
- কিডনিতে সরাসরি আঘাত লাগলে। যেমন,সড়ক দুর্ঘটনা।
- পাইলোনেফ্রাইটিস বা কিডনিতে ইনফেকশন।
- হার্টে সার্জারির ইতিহাস, জন্ডিস, কিছু ওষুধ মাত্রাতিরিক্ত সেবন।
- জন্মগতভাবে ক্ষতিগ্রস্ত কিডনি।
- ইয়োলো ফিভারের রোগী।



প্রশ্নঃ-  কী কী কারণে সাধারনত কিডনি সম্পূর্ণ নষ্ট হতে পারে?
উত্তরঃ- সাধারণত ইনফেকশন, এইচআইভি, হেপাটাইটিস, নেফ্রাইটিস, ক্রনিক ইনফেকশন, পলিসিসটিক কিডনি, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, টিবি (যক্ষ্মা), খাদ্যে ও ফলমূলে ভেজাল, তেজস্ক্রিয়তা, শাক-সবজিতে কীটনাশক ইত্যাদি কারণে কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে যেতে পারে। এছাড়া শিশুর জন্ম, থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কিডনি, ইউরেটর, মূত্রথলি, প্রোস্টেট মূত্রনালিতে পাথর, টিউমার বা প্রস্রাব নির্গমনে বাধাগ্রস্ত হলে কিডনি ফুলে যায় এবং ধীরে ধীরে কিডনি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। অনেক সময় মেয়েদের জরায়ু বা ওভারি টিউমারের কারণে প্রস্রাব নির্গমন হতে না পারলে কিডনি বিকল হয়। আবার খাদ্যনালির বা পেটের ভেতর বড় কোনো টিউমার কিডনি ও মূত্রনালিকে বাধাগ্রস্ত করলেও কিডনি নষ্ট হয়। অনেক সময় অতিরিক্ত ব্যথার বড়ি সেবনেও কিডনি নষ্ট হয়।

No Comment
Add Comment
comment url